শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪

সম্পূর্ণ খবর

লোকসভা নির্বাচন ২০২৪ | Priyanka Gandhi: প্রিয়াঙ্কা প্রার্থী, সমাজমাধ্যমে বার্তা শশীর, কী বললেন রবার্ট?

Riya Patra | ১৮ জুন ২০২৪ ১৫ : ৪৭Riya Patra


আজকাল ওয়েবডেস্ক: সোমবার বৈঠকের পর মল্লিকার্জুন খাড়গে জানিয়েছেন, রাহুল সরে যাওয়ার পর, ওয়েনাড় থেকে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা। দীর্ঘকাল দলের হয়ে প্রচার করার পর, এবার প্রথমবার সংসদীর রাজনীতিতে পা রাখছেন তিনি। দলীয় প্রার্থীদের হয়ে প্রচারের পর এবার প্রিয়াঙ্কা প্রচার করবেন নিজের জন্য। দলের ঘোষণার পর, প্রিয়াঙ্কার পাশে দাঁড়িয়ে বার্তা দিয়েছে শশী থারুর। ওয়ানেড়ে স্বাগত জানিয়েছেন প্রিয়াঙ্কাকে, সঙ্গেই লিখেছেন, 'ন শক রাহা না শঙ্কা, লো আ গেয়া প্রিয়াঙ্কা।'
প্রিয়াঙ্কার স্বামী রবার্টও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেছেন, তাঁর পূর্ণ আস্থা রয়েছে প্রিয়াঙ্কার উপর এবং ওয়েনাড়ের মানুষের উপর। সেখানকার মানুষ প্রিয়াঙ্কাকে আশীর্বাদ করে সাংসদে পাঠাবেন বলে আশাবাদী তিনি। উল্লেখ্য, লোকসভা ভোটের আগে রবার্টেরও প্রার্থী হওয়া নিয়ে জল্পনা হয়েছিল বিস্তর। আমেঠি থেকে তাঁর প্রার্থী হওয়ার জল্পনার মাঝেই তিনি নিজের কথাও জানিয়েছিলেন। তবে এই নির্বাচনে ভোট লড়েননি তিনি। এই পরিস্থিতিতে স্ত্রীর উপনির্বাচনে লড়াই প্রসঙ্গে স্বামী রবার্ট বলছেন, প্রিয়াঙ্কারই আগে সংসদে যাওয়া উচিত। প্রিয়াঙ্কা ওয়ানেড় থেকে জিতে গেলে, গান্ধী পরিবারের তিন সদস্য থাকবেন সংসদে।




বিশেষ খবর

নানান খবর

শীঘ্রই আসছে...

নানান খবর



সোশ্যাল মিডিয়া



06 24